President

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, এর পরই মাঠে গড়চ্ছে এশিয়া কাপ হকি টুর্নামেন্টে। আসরে সাফল্যে প্রত্যাশী বাংলাদেশ অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। আজ মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে ফেভারিট পাকিস্তানের। এর আগে দিনের অন্য ম্যাচে লড়বে জাপান ও ভারত।

প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান, তারপরও সাফল্যে দৃঢ় আশাবাদী বাংলাদেশ। অধিনায়ক জিমি এ ব্যাপারে বলেন, ‘আমাদের প্রস্তুতিটা খুবই ভালো হয়েছে। বিশেষ করে গত তিন মাস এ আসর সামনে রেখে কঠোর অনুশীলন করেছি। আসরে ভালো খেলতে এই প্রস্তুতিটা ভালোই কাজে আসবে বলে আমার বিশ্বাস।’

আজকের ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান বলে মোটেও সমীহ করছেন না বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের লক্ষ্য সাফল্য ঘরে তোলা। প্রতিপক্ষ কে থাকছে, তা নিয়ে আমরা মোটেও ভাবছি না। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যেকোনো দলকেই হারানো সম্ভব। তাই বলে পাকিস্তানকে হালকাভাবে দেখছি না, পাকিস্তান অবশ্যই শক্তিশালী দল।’

আট জাতির এ টুর্নামেন্টে দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ওমান অংশ নিচ্ছে। আসরের সবকটি ম্যাচই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

১০ অক্টোবর, ২০১৭ ১৭:২০ পি.এম