President

নওগাঁয় নতুন কুঁড়ীদের ক্রীড়া প্রণোদনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ধামকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদয়ের পথে বহুমুখী সমবায় সমিতি লি: এর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সদরের বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ হাছানুর আল মামুন।

বহুমুখী সমবায় সমিতির সভাপতি আসাদুজ্জামান টিটুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভা আব্দুল আজিজ, ক্রীড়ামোদি আব্দুল্লাহ আল হারুন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন অল রশীদ, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, আব্দুল খালেক, জুল ফিকার আলী, আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন সমিতির আইন বিষয়ক পরামর্শক অ্যাড. রফিকুল ইসলাম কাজল, অ্যাড. শামীম আসাদ বেলাল, অ্যাড. ওয়াহীদুজ্জামান মুকুল। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মোরশেদ আলম টুটুল। পরে নতুন কুঁড়ীদের ক্রীড়া প্রণোদনা ও পুরস্কার বিতরণ করা হয় ও সবাই কে এক প্যাকেট করে খাবার প্্রদান করা হয় । এর আগে সকালে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

০৮ অক্টোবর, ২০১৭ ২২:৪৬ পি.এম