President

চট্টগ্রাম-এ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর চট্টগ্রাম অঞ্চলের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর দি পেনিনসুলা এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব কাজী ওসমান আলী ও জনাব সৈয়দ হাবিব হাসনাত, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব আব্দুল আজিজ ও জনাব মোঃ মোস্তফা খায়ের, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জনাব মোঃ ওয়াহিদুর রহমান, চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় ২০১৭ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং ২০১৭ সালের পরবর্তী সময়ের জন্য বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।


টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

০৮ অক্টোবর, ২০১৭ ২২:২০ পি.এম