President

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতভাবে পাস হওয়া সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বুধবার বিসিবির সংশোধনী গঠনতন্ত্র অনুমোদনের পাশাপাশি বৃহস্পতিবার নির্বাচন কমিশন গঠনের কথা জানিয়েছে এনএসসি। সংশোধিত গঠনতন্ত্রে এনএসসির কোটা কমিয়ে তিনটির পরিবর্তে দুটি করা হয়েছে।

এর আগে গত সোমবার চার বছর পর বিসিবির সাধারণ সভায় রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। ১৩৫ কাউন্সিলরের উপস্থিতিতে বিসিবি নতুন গঠনতন্ত্র উপস্থাপন করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমাদের ২০১৭ সালের গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে।’

সংশোধিত গঠনতন্ত্রে এনএসসির কোটা নতুন গঠনতন্ত্রে কমিয়ে দিয়েছে বিসিবি। ২০১২ সালের গঠনতন্ত্রে জাতীয় ক্রীড়া পরিষদের কোটা ছিল ৩টি। বিসিবির কাউন্সিলদের অনুমোদন দেয়া গঠনতন্ত্রে জাতীয় ক্রীড়া পরিষদের কোটা মোট ২টি।-ইত্তেফাক

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

০৪ অক্টোবর, ২০১৭ ১৫:০০ পি.এম