President

বঙ্গবন্ধুর আদর্শ কে প্রজন্মান্তরে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে গঠিত সংগঠন 'প্রানের ৭১' এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা গঠিত হয়েছে।এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মেহেদী হাসান ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আল শাহরিয়া হৃদয়।

সোমবার (২ সেপ্টেম্বর) সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য যে, প্রতিটি বাঙালীর হৃদয়ে বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সালের ৩০ মে সংগঠনটি যাত্রা শুরু করে।যার লক্ষ্য ও উদ্দেশ্য হলো:
১/ বঙ্গবন্ধুর আদর্শ কে প্রজন্মান্তরে ছড়িয়ে দেয়া।
২/ মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যাবস্থা গড়ে তোলার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির হাতকে শক্তিশালী করা।

৭১ এর মহান মুক্তিযুদ্ধ কে বুকে ধারন করে বাঙ্গালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, অসাম্প্রদায়িক রাজনীতি, শোষণ মুক্ত সমাজব্যবস্থা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশ্বাসী থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও জননেত্রী,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করাই হলো সংগঠনটির মূলনীতি।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

০৩ অক্টোবর, ২০১৭ ১৩:০৮ পি.এম