President

মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ২০০৭ সালের প্রথম তিনি। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত 'আমার আছে জল' চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক। 'জোনাকির আলো' ছবিতে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সিনেমায় প্রায় নিয়মিত দেখা গেলেও আইটেম গানেও মিমের কদর বেশ। এবার নতুন একটি আইটেম গানে নাচের সঙ্গে সঙ্গে ঠোঁট মেলালেন মিম। উত্তম আকাশ পরিচালিত এ ছবির নাম 'আমি নেতা হবো'। গত ২৪ সেপ্টেম্বর বিএফডিসি অভ্যন্তরে সেট বানিয়ে ছবিটির শুটিং শুরু হয়।

'লাল লিপস্টিক' শিরোনামের গানটিতে সুরকার আকাশের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী তৃষা। গানের কথা প্রিয় চট্টোপাধ্যায়ের ও কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম। ডিজাইনার ও স্টাইলিস্ট রামীম রাজ।

কিছুদিন ছবিটির শ্যুটিং বন্ধ ছিল। আইটেম গানের মধ্য দিয়ে আবারও এর শ্যুটিং শুরু হলো। গানটিতে মিমের সঙ্গে পর্দায় দেখা যাবে শাকিব খানকেও। শাপলা মিডিয়া প্রযোজিত এ ছবিতে যাত্রাদলের মেয়ের চরিত্রে অভিনয় করছেন মিম। ছবির অন্যান্য অভিনেতা হলেন- ওমর সানি, মৌসুমী, মিষ্টি জান্নাত, কাজী হায়াৎ প্রমুখ।

এর আগে অনন্য মামুনের 'আমি তোমার হতে চাই' সিনেমায় 'হেইলা দুইলা নাচ' শিরোনামের আইটেম গানে মিমকে দেখা গিয়েছিল।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর

২৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:০৪ পি.এম