President

ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে বিবাদে জড়িয়ে গেলেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। লিয়নের সঙ্গে ম্যাচ চলাকালে রবিবার রাতে এ ঘটনা ঘটে। যেই ম্যাচে জোড়া আত্মঘাতি গোলের সুবাদে নেইমার-কাভানিদের দল পিএসজি ২-০ গোলে জয়লাভ করে।

বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়ার সময় নেইমার বলেছিলেন, পিএসজিকে তিনি নিজের ঘর মনে করেন্। কিন্তু এই ঘটনা মৌসুমের শুরুতেই নেইমারকে ক্লাবটিতে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলে দিল। কাভানি শুধু নেইমার নয়, বিবাদে জড়ান দানি আলভেসের সঙ্গেও। খেলার দ্বিতীয়ার্ধের শেষের দিকে নেইমারকে একটি পেনাল্টি শটের সুযোগ দিতে অস্বীকার করেন কাভানি। তবে শট নিয়েও তাতে গোল করতে ব্যর্থ হন এই উরুগুইয়ান।

পুনরায় যখন একটি ফ্রি কিক নেওয়ার প্রস্তুতি নেন কাভানি, তখন সেই বল তার কাছ থেকে নেইমারকে দিয়ে দেন আলভেস। এ সময় তারা কিছুটা বিবাদে জড়িয়ে পড়েন। সবার চেহারায়ই কিছুটা ক্ষোভের ভাব ফুটে ওঠে।

সূত্র : ডেইলি মেইল।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর/এইচ কে

১৮ সেপ্টেম্বর, ২০১৭ ১২:২৩ পি.এম