President

বন্ধ হয়ে গেল দৈনিক সকালের খবর। ছয় বছর পর আজ (বৃহস্পতিবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে র‌্যাংগস গ্রুপের মালিকানাধীন এ পত্রিকাটি বন্ধের ঘোষণা দেন কর্তৃপক্ষ।

সকালের খবরের ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায় সন্ধ্যা সোয়া ৬টায় এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আপাতত পত্রিকাটির প্রিন্ট ভার্সন বন্ধ থাকবে। তবে অনলাইন চালু থাকবে। র‌্যাংগস গ্রুপের প্রতিনিধিরা তেজগাঁওয়ের কার্যালয়ে এসে পত্রিকাটি বন্ধের ঘোষণা দেন।
কমলেশ রায় জানান, ওয়েজ বোর্ডের নিয়ম-কানুন মেনে সংবাদকর্মীদের দেনা-পাওনা মিটিয়ে দেয়া হবে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর/এইচ কে

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:৪৭ পি.এম