President

 

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর সাবরাং নায়াপাড়া থেকে ফের এক শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নদীতে মরদেহ দুটি ভাসতে দেখে উদ্ধার করে পুলিশ। রোহিঙ্গা বোঝাই নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে মঙ্গলবার রাত ও বুধবার ভোরে নাফ নদীতে দুইটি নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার রাত ১০টা পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ১০৭ জনের মরদেহ উদ্ধার করা হলো।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর/এইচ কে

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:২৮ পি.এম