President

রাজধানীর শাহবাগে পুলিশের টিয়ার শেলের আঘাতে দৃষ্টিশক্তি হারানো তিতুমীর কলেজের মেধাবী ছাত্র সিদ্দিকুর রহমানের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার দুপু‌রে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী এ নিয়োগপত্র তুলে দেন। এ সময় স্বাস্থ্য প্র‌তিমন্ত্রী, স্বাস্থ্য স‌চিব এবং সি‌দ্দিকুর রহমা‌নের মা ও ভাই উপ‌স্থিত ছি‌লেন।

অ্যাসেনসিয়াল ড্রাগসে সিদ্দিকুর টেলিফোন অপারেটরের কাজ করবেন। প্রাথমিকভাবে তিনি ১৩ হাজার টাকা মূল বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। এক বছর পর চাকরি স্থায়ী হলে তিনি ২৩ হাজার টাকা মূল বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।

‌সি‌দ্দিকুর রহমা‌নের হা‌তে নি‌য়োগপত্র তু‌লে দি‌য়ে ভাল লাগার অনুভূ‌তি প্রকাশ ক‌রেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ না‌সিম।

তি‌নি বলেন, ‘সিদ্দিকুরকে একটা চাকরি দিতে পেরে আমাদের সবারই ভাল ভাগছে। চোখ না থাকলেও সিদ্দিকুরের এ চাকরি করতে কোনো সমস্যা হবে না।’

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর/এইচ কে

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ১১:১৫ এ.ম