President

মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি ইফতেদায়ি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্র-শিক্ষকসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। তবে কীভাবে মাদ্রাসাটিতে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। খবর বিবিসির।

নিহতদের মধ্যে ২৩ শিক্ষার্থী। বাকি দুজন মাদ্রাসার ওয়ার্ডেন। নিহত শিক্ষার্থীদের বয়স৫ থেকে ১৮ বছরের মধ্যে।

স্থানীয় ফায়ার সার্ভিসের পরিচালক খিরুদিন দ্রাহমান বলেন, আগুনে ছাত্র ও শিক্ষকসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে ২০১৫ সাল থেকে এ পর্যন্ত দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ২০০ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর/এইচ কে

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ১০:২১ এ.ম