President

মায়ানমার থেকে শুরু করে সারাবিশ্বে মুসলিম হত্যা সহ যে অরাজকতা চলছে, তার প্রতিবাদ স্বরুপ, " শোন মানুষ " শিরোনামের একটি গানের রেকর্ডিং সম্পন্ন এটিন বাংলার স্মাইল শো এর সেটে। খন্দকার ইসমাইল এর উপস্থাপনা ও পরিকল্পনায় প্রোগাম টি সাজানো হয়েছে, সকল অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ। প্রোগাম টিতে শোন মানুষ শিরোনামের একটি গানে অংশগ্রহণ করেছে ইশরাক হোসেন ও খন্দকার বাপ্পি। ইশরাকের সুর ও সন্গীতে গানটির কথা লিখেছেন আনুরূপ আইচ।

এর আগে গানটি সিডি চয়েস এর ব্যানারে প্রকাশিত হয়। গানটির প্রসঙ্গে খন্দকার বাপ্পি বলেন, সারা বিশ্বে মুসলিম সহ মায়ানমারের রোহিন্গাদের উপর যে নির্যাতন হচ্ছে, তা কোন অবস্থায় মেনে নেয়া যায়না। আর গান হচ্ছে প্রতিবাদের অন্যতম একটি মাধ্যম।অামরা চেষ্টা করেছি গানের মাধ্যমে নিজেদের অবস্হান থেকে প্রতিবাদ জানানো। এটিন বাংলার জনপ্রিয় অনুষ্ঠানটি তে গানটি প্রচার হতে দেখা যাবে।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর/এইচ কে

১২ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৩১ পি.এম