President

আদিত্য পাঞ্চোলির সঙ্গে সত্যিই কঙ্গনা রানাওয়াতের সম্পর্ক ছিল। এ নিয়ে আর কোন সন্দেহ রইল না।
কারণ আদিত্য পাঞ্চোলি ও কঙ্গনা রানাওয়াতের সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন আদিত্যর স্ত্রী জারিনা ওয়াহাব। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাত্কারে সম্প্রতি জারিনার দাবি, “কঙ্গনা আমার স্বামীর সঙ্গে সাড়ে চার বছর ধরে ডেট করেছিল। ওকে আমি মেয়ের মতো ভাবব কী ভাবে? অসম্ভব। ’’

কিছুদিন আগে কঙ্গনা নিজের ১৭ বছর বয়সে শারীরিক ভাবে হেনস্থা হওয়ার অভিযোগের আঙুল তুলেছেন আদিত্য পাঞ্চোলির দিকে। সে সময় নাকি আদিত্যর স্ত্রী জারিনার কাছে সাহায্যের জন্যও গিয়েছিলেন কঙ্গনা। কিন্তু জারিন নাকি তাকে সে সময় ফিরিয়ে দেন।

এ প্রসঙ্গে জারিনা বলেন, “কঙ্গনার সঙ্গে আমার বেশ কয়েক বার দেখা হয়েছে। কারণ আদিত্য চেয়েছিল আমি ওকে সঞ্জয় লীলা বানসালীর সঙ্গে আলাপ করিয়ে দিই। আমি সেটাই করেছিলাম। কিন্তু ও আমার বাড়িতে এলে আমার খারাপ লাগত, এটা ওকে বলব কেন? আমার সমস্যা নিয়ে আমার বোনের সঙ্গেই কখনও আলোচনা করিনি। কঙ্গনা কে? যে ওকে বলতে হবে। ’’

এদিকে কঙ্গনা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছেন বলে দাবি করেছিলেন জারিনার ওই বন্ধু। তিনি বলেন, ‘‘কঙ্গনা প্রথম মুম্বাইতে যাওয়ার পর জারিনা তাকে নিজের মেয়ের মতো যত্ন নিতেন। একটি ফাঁকা ফ্ল্যাটের চাবিও দিয়ে দেন। তার ‘বিনিময়ে’ জারিনার স্বামী আদিত্য পাঞ্চোলির সঙ্গে ও বেরিয়ে যায়। এটাই ওর সৌজন্য। আর এখন জারিনার বিরুদ্ধেও কথা বলছেন কঙ্গনা। ”

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর/এইচ কে

১২ সেপ্টেম্বর, ২০১৭ ১০:১০ এ.ম