President

গোপালগঞ্জে কলেজ শিক্ষকদের সাথে মত বিনিময় করেছে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)। সোমবার সকালে জেলা মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে যক্ষ্মা রোগ প্রতিরোধ, রোগী সনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিতকরণের উদ্দেশ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা বিএমএ সভাপতি ডাঃ আবিদ হাসান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ ছায়েরা খাতুন মেডিকেল কলেজের মেডিকেল অফিসার যক্ষ্মা রোগ বিশেষজ্ঞ ডাঃ পরিমল সরকার। বিশেষ অতিথি ছিলেন, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মতিয়ার রহমান।
মত বিনিময় সভা পরিচালন করেন নাটাবের সোসাল মোবিলাইজার তরুন কুমার বিশ্বাস।


টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর/এইচ কে

১১ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:১৩ পি.এম