President

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে ভিডিও কনফারেন্সে বাগেরহাট জেলার মোল্লাহাট ও ফকিরহাট উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন । জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ভিডিও কনফারেন্সে উপস্তিত ছিলেন বঙ্গবন্দুর ভ্রাতুষপুত্র বাগেরহাট -১আসনের এমপি শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট -৪ আসনের এমপি ডা: মোজাম্মেল হোসেন,বাগেরহাট -৩ আসনের এমপি তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের এমপি মীর শওকাত আলী বাদশা ও মহিলা এমপি হেপী বড়াল,খুলনা বিভাগীয় কমিশনার মো: আব্দুস সামাদসহ জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিবৃন্দ।


বাগেরহাটে এদুটি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন করতে সরকারের ব্যায় হয়েছে ২শ১৮কোটি ২৮লাখ টাকা । এতে করে ২হাজার৬শ১৯ কিলোমিটার বিদ্যুৎ লাইনের মাধ্যমে ৮৯হাজার ২শ১জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে । এই দুটি উপজেলা বাগেরহাট ০১ সংসদীয় আসন ভুক্ত। এই আসন থেকে প্রধানমন্ত্রী নির্বাচন করে থাকেন । 


টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর/এইচ কে

১১ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৫২ পি.এম