President

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি বাড়িতে টেলিভিশনে ফুটবল ম্যাচ দেখার সময় বন্দুকধারীর হামলায় আহত নয়জনের মধ্যে সাত জন মারা গেছেন।

পরে খবর পেয়ে পুলিশ এসে ওই বাড়িটি ঘিরে ফেলে গুলি চালালে হামলাকারীও নিহত হন।

স্থানীয় সময় রোববার রাতে টেক্সাসের প্লানো শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে উত্তর টেক্সাস কর্তৃপক্ষ।

ডালাস শহরের কমপক্ষে ২০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত প্লানো শহরে রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শী জানান, যে বাড়িতে হামলার ঘটনা ঘটে তার বাইরে এক নারী ও এক পুরুষ ঝগড়া করছিলেন। ওই নারী সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে পুরুষটি তাকে গুলি করেন।

প্লানো পুলিশের মুখপাত্র ডেভিড টিলে বলেন, প্রথমে পুলিশের কাছে গুলিবর্ষণের খবর আসে। এরপর একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে বাড়িটির ভেতরে প্রবেশ করলে সন্দেহভাজন বন্দুকধারীর সঙ্গে তার সংঘর্ষ হয়।

এরপর পুলিশ কর্মকর্তা গুলি করলে সন্দেহভাজন ব্যক্তি মারা যান এবং আরও দুজন আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান মুখপাত্র।

নিহত বন্দুকধারী এবং অন্য আক্রান্তদের কারোরই পরিচয় জানা যায়নি। তবে তাদের সবাই প্রাপ্তবয়স্ক বলে মনে করা হচ্ছে।

পুলিশ এ ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি।

পুলিশের মুখপাত্র টিলে বলেন, প্লানোতে এ ধরনের গোলাগুলির ঘটনা তেমন একটা ঘটে না।

সূত্র: ফক্স নিউজ ও এবিসি

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর/এইচ কে

১১ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:৫০ পি.এম