President

ঘূর্ণিঝড় ইরমা শক্তি সঞ্চয় করে ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে আসছে। এটি বর্তমানে চার ক্যাটাগরির ঝড়ে রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র রোববার এ কথা জানায়।

সূত্র মতে, এটি এখন ফ্লোরিডা উপকূল থেকে ১শ ১৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্র বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১শ ৩০ মাইল।

ধারণা করা হচ্ছে আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এটি ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানবে। এ সময়ে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস তৈরি হতে পারে বলে আশংকা করা হচ্ছে। শক্তিশালী ঝড় ইরমা এর আগে ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানে এবং এতে ২৪ জনের প্রাণহানি ঘটে।বিবিসি/বাসস।

টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম/এ আর/এস আর/এইচ কে

১০ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:০৭ পি.এম